Women’s Day: Painting Exhibition of 100 Women’s
‘মাধবীলতা’ শিরোনামে ১০০ নারী শিল্পীর প্রদর্শনী হয় শিল্পকলা একাডেমিতে। এটা বোধহয় বাংলাদেশে প্রথম কোনো ঘটনা! বিশ্বজুড়েও এমন ঘটনা আগে শোনা যায়নি। বিস্মিত হলেও এটা সত্য যে, শিল্পীরা সবাই নারী। তবে তারা একজন দু’জন নন ১০০ জন।
মাধবীলতা
তাদের আঁকা চিত্রকর্ম নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করেছিল বিশেষ এক চিত্রশিল্প প্রদর্শনী। আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয় ‘মাধবীলতা’ শিরোনামের এ প্রদর্শনীতে। যৌথভাবে এ আয়োজন করে শিল্পকলা একাডেমি ও ইউডা। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় শুরু হওয়া এ প্রদর্শনী চলে ১২ মার্চ ২০১৮ পর্যন্ত।
অতিথি
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব সুরাইয়া বেগম ও ইউডার প্রতিষ্ঠাতা অধ্যাপক মুজিব খান। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইউডার চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আহমেদ বিকাশ ও প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক কানিজ সোহানী ইসলাম। উদ্বোধনী আয়োজনে শিল্পকলা একাডেমির পরিবেশনায় ড. মাহফুজা হিলালীর গ্রন্থনায় ও লিয়াকত আলী লাকীর নির্দেশনায় পরিবেশিত হয় বিশেষ প্রযোজনা ‘মহীয়সী নারী’।
শিল্পী
নিন্মে বর্ণিত একশ জন শিল্পীরা হলেন, আনিকা তাসনিম অনুপ, নাসরীন জাহান আনিকা, কাজী তাসনিয়া কাশেম, সম্পা হালদার, ছাবিয়া নাসরিন, মাশকুরা নাজনীন, ইয়ামিন আকতার, নাসরিন এস চৌধুরী, বিদুষী, ফারহানা ইয়াসমিন, অদিতি দে, সুলতানা দোলা, শারমিন আকতার লীনা, ফারিয়া তানজিম তুলনা, শাহনাজ পারভিন, লামিয়া আজাদ, শানজিদা আকতার, সাদিয়া সুলতানা বনি, তামান্না বিনতে সারওয়ার (চারু), নারগিস আকতার পূনাম, সোহেলী হাসান, আফরোজা নাজনীন, নীশাত দীলরুবা জাহান, ফারহানা কবির, শানজিদা শারমিন, সাজিয়া সুলতানা, শারমিন আকতার, কুমকুম হাবীবা, বিমলা চাকমা, আফসানা আকতার, মাহিন মাহনুমা পলমা, তমা দেবনাথ, সোনিয়া বিনতে হাসান, রুবায়েত ফাহিম, সংযুক্তা সাহা, মায়মিনা বিনতে আলী, এলিজাবেথ গোমেজ, মানসি রায়, সাদিয়া আফরিন তন্নি, সুলতানা রাজিয়া, নিলুফার ইয়াসমিন, প্রীতি, হুমায়রা জাহান, মাসিয়াত বিনতে ভূইয়া, তায়হাতুল আমিরান নোরিন, তাসমিয়া শানজানা, মুশতারি ফাহমিদা আফরিন শান্তা, ওয়াহাত বিনতে ইকবাল, নিপা গোমেজ, শেখ শায়লা, সুবর্ণা বড়ুয়া, নাহিদ আকতার জাহান, ইভনিয়া জাহান চৌধুরী, নাসরিন জাহান তানি, সাবিনা ইয়াসমিন, খুরশিদ জাহান, আঁখি আলম পর্ণা, মাধবী সরকার, চৈতি রায় তুসি, টুম্পা রায়, জেসমিন আলম, তানিয়া তৃপ্তি, সাইমা বিবি, নাফিসা অন্যন্যা, নাদিরা খানম নদী, হীরা বিশ্বাস, ইসমাত শিমু, তানসিনা শাওন, লামবিনী দেওয়ান, আনিকা আকতার, রাজিয়া সুলতানা তৃষা, সুবর্ণা মিত্রা, জাকিয়া সুলতানা, মঞ্জুরি মধুরিমা নিশুতি, ডালিয়া আকতার, জান্নাতুল ফেরদৌসী কাদের, ইসমত জেরিন বর্ষা, বিথীকা জোর্দ্দার, প্রীতি আলী, পারভিন ইয়াসমিন নাহার, অনুরাধা মন্ডল, নিশাত তানজিয়া, আজমিরা সুলতানা, নাদিয়া আরফিন, মাধবী সুলতানা, আসমা ইসলাম, শারমিন ইতি, রাবিয়া কাশেম, কানিজ সোহানী ইসলাম, আরেফিন ছোঁয়া, তনুকা পাল, শর্বরী রায় চৌধুরী, শামসুন নাহার জিম, শানজিদা কালাম কাকলি, দীনা আখন্দ, ফাতেমা তুজ জোহরা নিম্মী, শাকুরান্নাহার কানন, মৃত্তিকা বসাক, আফতাবুন্নাহার, অরনি চক্রবর্তী, সৈয়দা তামান্না, রোমানা আফরোজ দিপ্তী, সেগুপ্তা সেনেলা, ইয়াম হক কুমু, হীরক বিশ্বাস, ফারহানা আফরিন, তনুজা সাহা, ফারজানা আকতার তানিয়া, শুকানিয়া আয়ান, অগ্নি অন্তিমা খানসহ মোট ১০৯জন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।