Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


UNESCO Recognition: Shitalpati (of Sylhet) is Listed As a Cultural Tradition of Human Civilization

বাংলাদেশের কয়েকটি এলাকায় গ্রামীণ মানুষের অন্যতম কারুশিল্প ‘শীতলপাটি’ বিশ্বের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

ইউনেস্কো ‘শীতলপাটি” তৈরির ঐতিহ্যবাহী বয়ন শিল্পকে মানব সভ্যতার অন্যতম নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে মনোনীত করেছে।

৪ ডিসেম্বর, ২০১৭ ইং থেকে দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে বিশ্বের নির্বস্তুক ঐতিহ্য সংরক্ষণার্থে গঠিত আন্তর্জাতিক পরিষদের ১২ সপ্তাহব্যাপী সম্মেলন শুরু হয়।

এই সম্মেলনে ১১.বি.৩ সংখ্যক আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের সিলেট অঞ্চলের শীতলপাটি। সম্মেলনে সদস্যবৃন্দ শীতল বয়নের ঐতিহ্যবাহী হস্তশিল্পকে মানবসভ্যতার নির্বস্তুক সাংকৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তভুক্ত করেন।