Home Blog

সাইবার প্রতারণার ফাঁদে বনি কাপুর, খোয়ালেন প্রায় ৪ লক্ষ টাকা

0

জানা গিয়েছে, বনি কাপুরের (Boney Kapoor) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ ৮২ হাজার টাকা খোয়া গিয়েছে। পাঁচবার লেনদেন হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে আম্বোলি থানায় অভিযোগ জানিয়েছেন অর্জুন, জাহ্নবী ও খুশি কাপুরের বাবা। তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। 

মধ্যবিত্তদের উন্নয়নেই দেশের উন্নয়ন, গুজরাতের সভা থেকে কোন লক্ষ্যে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

0

গুজরাতের রাজকোটে হাইভোল্টেজ সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশই মোদী সরকারের লক্ষ্য। ৮ বছপ পূর্তির বিশেষ সভায় রাজকোটের সভা থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। তবে এবারের সভায় বারবারই মধ্যবিত্ত মানুষের উন্নয়নের কথা তুেল ধরেছেন তিনি। প্রধানমন্ত্রী বারবার বলেছেন মধ্যবিত্ত শ্রেণির উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে।