মো. আল মোমেন : লাইফ কোচ, পিস, ক্যারিয়ার ও বিজনেস এডভাইজার
মো. আল মোমেন নানান পরিচয়ে মানুষের কাছে পরিচিত। উদ্যোক্তা, লাইফ কোচ, পিস, ক্যারিয়ার ও বিজনেস এডভাইজার ইত্যাদি ভূমিকায় জনমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। ২০০৭ সালে তাঁর কর্মজীবন শুরু করার পর থেকে তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে নানামুখী বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি তার অভিজ্ঞতাকে জনমানুষের কল্যাণে ব্যপকভাবে কাজে লাগানোর জন্য গড়ে তুলেছেন নানান রকম প্রতিষ্ঠান। মানবিক মূল্যবোধ সম্পন্ন ও দক্ষ মানুষ তৈরি করতে গড়ে তুলেছেন অনলাইন এডুকেশন প্লাটফর্ম অল দ্যা জিড়ো। এছাড়াও গড়ে তুলেছেন প্রযুক্তি প্লাটফরম এটিজেড টেকনোলজি, সহ আরো অনেক প্রতিষ্ঠান। তিনি বিশ্বাস করেন জীবন একটা জার্নি, এখানে অবসর বলতে কিছু নেই, গন্তব্যে পৌঁছাই জীবনের একমাত্র লক্ষ্য। সবসময় জানতে ও জানাতে পছন্দ করেন তিনি। আল মোমেনকে ফলো করতে ভিজিট করুন ফেসবুক, লিঙ্কইডিন, ইন্সটাগ্রাম, অল দ্যা জিড়ো