Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


Exhibition of hand and cottage industries at SME Fair in Bangladesh

প্রিয় দর্শক, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এসএমই মেলা। এখানে আপনারা পাবেন ক্ষুদ্র ও কুঠির (হস্ত শিল্পের) যাবতীয় পণ্যসামগ্রী। পাবেন মাঝারি শিল্প গড়ে তোলার যাবতীয় মেশিন ও প্রয়োজনীয় টুলস।

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি নকশাদার পিঠা তৈরির দোকান। পিঠা তৈরির পাশাপাশি ফলের বাহারী আইটেমের কারুকার্যেখচিত নজরকাড়া প্রতিষ্ঠান। এখানে পিঠা ও ফলকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। শুরুতে একটি তরমুজ দেখতে পাচ্ছেন। একজন শিল্পী তরমুজের গায়ে কীভাবে গোলাপ ফুলের নকশা তৈরি করেছেন, তা দেখে সত্যি তাজ্জব বনে যাবেন। এই পিঠা ও ফলগুলোকে আপনি বিয়ে বাড়িতে উপহার হিসেবে নিতে পারেন। তাতে আপনার কদর সবার কাছে একটু বেড়েই যাবে বলা যায়। কারণ আপনার উপহারগুলো সবার চেয়ে আলাদা ও অভিনব।

দেখতে পাচ্ছেন পিঠাগুলোকে কীভাবে ফুলের মতো পরিবেশন করা হয়েছে। আরও দেখতে পাচ্ছেন একটি মিষ্টিকুমড়া। যেন একটা আনারসের আদল নিয়ে বসে আছে। এগুলো আপনি বিভিন্ন অনুষ্ঠান বিশেষ করে বিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠানে উপহার হিসেবে বেছে নিতে পারেন। এটা আরেকটি মিষ্টিকুমড়া। ঝাড়বাতির মতো করে তৈরি করা হয়েছে। দেখলেই চোখ লেগে যায়।

এটা একটি সৌখিন পণ্য নির্মাণ প্রতিষ্ঠান। তারা তুলা দিয়ে পুতুল ও ঢোল তৈরি করেছে। আপনারা তুলা দিয়ে তৈরি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে দেখতে পাচ্ছেন। এটা আপনি কিনে এসে আপনার ঘরের সাজসজ্জায় কাজে লাগাতে পারেন। প্রিয়জনের জন্মদিন, বিবাহ বার্ষিকী ও বিশেষ দিনে উপহার হিসেবে দারুণ কাজে লাগবে এগুলো।

এটা কাশ্মিরী আচার তৈরির বাংলাদেশী দোকান। নানান রকমের খাবার ও আচারের পাশাপাশি এখানে ব্যবহারিক ও গৃহ সজ্জার নান্দনিক সব জিনিসের সমাহার।

আছে কাঠের তৈরি শিল্পকর্ম, মাটি বা মৃত্তিকা শিল্পের দারুণ সব পণ্য। তাছাড়া চামড়ার ব্যাগ, মানিব্যাগ, বেল্ট, জুতোসহ চামড়ার তৈরি আরো নানান ব্যবহারিক পণ্য। লোহা, তামা, কাচ, পাট ও নারকেলের ছোবড়া দিয়ে তৈরি বিভিন্ন বিষয়ের শিল্পকর্ম।

আরও আছে বাঁশ, বেত, প্লাস্টিক ও কৃষি কাজ করার পণ্যসামগ্রী। কিনতে পারবেন সামুদ্রিক শামুক ও ঝিনুকসহ কাপড়ের তৈরি নানান রকমের পণ্যসামগ্রী। সিলেটের ঐতিহ্যবাহী শিতলপাটি। যশোরের ঐতিহ্যবাহী ও সারা পৃথিবীতে প্রশংসিত বিখ্যাত নকশি কাঁথা। টাঙ্গাইলের জামদানি। রাজশাহীর সিল্পের শাড়ি। সিরাজগঞ্জের শাড়ি, লুঙ্গি ও গামছা। ঢাকার মসলিন শাড়ি। বাংলাদেশের বিভিন্ন এলাকার সব বিখ্যাত পণ্যসামগ্রী তৈরি ও তার উপকরণসহ মেলায় প্রদর্শিত হয়েছে। আছে কেক প্রেষ্টি ও সরিসার তেল, মধু, সাবানের স্টলও।

সব বয়সী এবং সকল পেশার মানুষের বিভিন্ন প্রয়োজনীয় পণ্য আপনি কিনতে পারবেন সুলভ মূল্যে। এর দেখতে পাচ্ছেন রমণীদের প্রয়োজনীয় সকল উপকরণ।

সব বয়সী নারীদের থ্রিপিস, শাড়ি, ওড়না, স্কার্ফ, লেহিঙ্গা, নাইট ড্রেস, নেকাব, হেজাব, বেনারসি, জামাদনি, মসলিন, সুতি, জরজেট, নকশি কাঁথা, চামড়ার হ্যান্ড ব্যাগ, কোমরে ঝুলানো মানিব্যাগ, বেল্ট, কাপড়ের ক্যাপ, ফুলদানি, বিভিন্ন আইটেমের পুতুল। বালিশের কভার, সোফার কোসন, বেডসীটসহ হস্তশিল্পের সব পণ্যসামগ্রী।