Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


বোধোদয়ঃনতুন বাংলা নাটক

বয়ঃসন্ধি বা টিনেজ

জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় বা কাল হচ্ছে বয়ঃসন্ধি বা টিনেজ। বয়ঃসন্ধি ১৩-১৯ বছর এই বয়সের ছেলে-মেয়েদের মানসিক ও শারীরিক পরিবর্বতন ঘটে। এই বয়সী বাচ্চারা অতি আবেগপ্রবণ হয়ে বা অতি কৌতহলী হয়ে নানা রকমের ভুল বা অপরাধে জড়িয়ে পরতে পারে, তাই এই সময় বাবা-মা বা অভিবাবকের উচিত তাদের সন্তানের সাথে খোলা-খুলি কথা বলা। তার কোন সমস্যা হচ্ছে কিনা তা জানা। বন্ধুর মত সন্তানের সাথে মেশা, বকা-ঝকা না করা। তাদেরকে সঠিক যৌন জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলা। এই কাজটির গুরুত্ব তাগিদ করে নিউ বাংলার এই ক্ষুদ্র প্রয়াস।