Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


Bangabandhu Cultural Festival and Art Summit Dhaka, Bangladesh

শিল্পকলায় ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব’-এর একটি অংশ এটি। ১১ দিনের বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব এর অংশ হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত ও বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি উৎযাপন উপলক্ষে এই আর্টসামিট এর আয়োজন করা হয়।

এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণ করেন দেশবরেণ্য ৪৭ জন শিল্পী। তারা বঙ্গবন্ধুর ভাষণের বিষয় নিয়ে বিভিন্ন আঙ্গিকে কাজ করেন।

অনুষ্ঠানটি উদ্বোধন করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকায়। পরে সেটা শিল্পকলার জাতীয় চিত্রশালা মিলনায়তনে অঙ্কন কার্য পরিচালিত হয়। শিল্পী ও অভিনেতা বিপাশা হায়াৎ এই অনুষ্ঠানের চিত্রাঙ্কনে অংশগ্রহণ করেন।