Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


Art Exhibition: Suman Kumar Sarkar’s ‘Borendra Kabbya-2’

চিত্রশিল্পী সুমন কুমার সরকারের চিত্রকর্ম নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৫ম তলার চিত্রশালায় শুরু হয়েছে ‘বরেন্দ্র কাব্য-২’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। ৪ মে থেকে শুরু হয়ে ১০ মে শেষ হবে ত্রিশটি চিত্রকর্ম দিয়ে সাজানো এই প্রদর্শনী। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

বরেন্দ্র কাব্য-২

বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় সুুমন কুমার সরকারের ক্যানভাসে দেখা মিললো বরেন্দ্রভূমির আখ্যান। জলরংয়ে আঁকা ছবিগুলোতে উঠে এসেছে কৃষিনির্ভর সমাজের আখ্যান। রংয়ে-রেখায় উদ্ভাসিত হয়েছে বরেন্দ্রভূমির চালচিত্র। ‘বরেন্দ্র কাব্য-২’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ন সচিব ও নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম। উদ্বোধনী আয়োজনে মুখ্য আলোচক ছিলেন চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান মলয় বালা। অনুভূতি ব্যক্ত করেন সুমন কুমার সরকার। প্রদর্শনীর ছবিগুলোতে বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর সমাজের সঙ্গে উপস্থাপিত হয়েছে ওই অঞ্চলের প্রকৃতির দৃশ্য আলেখ্য। নিসর্গ শিল্পকর্মে শিল্পী সরলভাবেই বরেন্দ্র অঞ্চলের রূপকে প্রকাশ করেছেন। বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতি ও সাঁওতালদের জীবন যাপনের বর্ণিল স্মতিচারণ রয়েছে সমুন কুমার সরকারের চিত্রমালায়। শৈশব ও কৈশরের স্মৃতি বিজড়িত বরেন্দ্রভূমি আঁচড় কেটেছে শিল্পীর মনোভূমিতে। সংবেদনশীল অনুভূতিতাড়িত হয়ে চিত্রকর্ম সৃজনে বিষয় হিসেবে বেছে নিয়েছেন বরেন্দ্র অঞ্চলের মাটি ও মানুষের সরল জীবনকাব্য। চিত্রপট রূপায়নে জলরংয়ের আশ্রয় নিয়েছেন। বরেন্দ্র অঞ্চলের সরল মানুষ ও প্রকৃতিকে মেলে ধরেছেন সেখানে কাটানো আপন শৈশব-কৈশোরের স্মৃতির আলোয়। শিল্পী তাঁর নাগরিক জীবনে এসে সেই প্রকৃতির ফর্ম ভাঙ্গতে চাননি। যেন তিনি এখানো স্নাতো হতে চান তার চিত্ররচনার মধ্যে দিয়ে সেই নিসর্গে।