Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


সৈয়দ ওয়ালীর চিন্তার ভুবন

সৈয়দ ওয়ালীর চিন্তার ভুবন

সৈয়দ ওয়ালী ইংরেজি পঞ্জিকার ১৯৬৭ সালের ১৭ জানুয়ারি পুরাতন ঢাকার বংশালে জন্ম গ্রহণ করেন। এখানকারই ‘আহমেদ বাওয়ানী হাই স্কুল’ এ তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু হয়। এই স্কুলে তিনি প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
তার বাবা ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের চাকুরে ছিলেন। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে অপ্রাতিষ্ঠানিকভাবেই তিনি চাকুরিচ্যুত হন। চাকরি চলে যাওয়ায় পর তিনি ও তার পরিবার বংশালেই অবস্থান করেন এবং স্বাধীনতা যুদ্ধের শেষে দুর্ভিক্ষ শুরুর প্রথম দিকেই তার বাবা তাকেসহ তার পরিবারকে তার বাবার নানাবাড়ি কালিয়াকৈরের বলিয়াদি জমিদারি বাড়িতে পাঠিয়ে দেন।
এই বলিয়াদি জমিদার বাড়ির প্রাকৃতিক আঙ্গিনা ও বিশ্বকে ঘিরেই শুরু হয় কবি #সৈয়দ_ওয়ালী র এক অপূর্ব কৈশোরিক জীবন। বলিয়াদি বাজারের কাছে নিবিড় প্রকৃতির কোলে স্থাপিত বলিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তৃতীয় শ্রেণিতে ভর্তি হন।
সেই মহা দুর্ভিক্ষের কালে লাখো লাখো পরিবারের ন্যায় তার পরিবারও তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হন। সেসব নিয়ে তার জীবন অন্যরকম অভিজ্ঞতা অর্জন করে।
বড় কাকার ঘরে প্রচুর বই থাকার কারণে ছোটবেলা থেকেই বই পড়ার নেশা তাকে পেয়ে বসে। এবং ষষ্ঠ শ্রেণিতে থাকাকালীন ম্যাক্সিম গোর্কির ‘#মা’, ‘পৃথিবীর পাঠাশালায়’, ‘পৃথিবীর পথে’ পড়ে ফেলার সুযোগ পান তিনি এবং রবীন্দ্রনাথের ছুটি গল্প তাকে খুব আন্দোলিত করে।
কথাসাহিত্য দ্বারা সাহিত্যের প্রতি বিমোহিত হলেও নিজের সাহিত্যকে প্রকাশের মাধ্যম হিসাবে তিনি প্রধানত কবিতাকে বেছে নিয়েছেন। এ যাবৎ তিনি ৩ টি কবিতার বই প্রকাশ করেছেন। যথা : ‘বিনত খসড়া’ ‘জলজ স্বাক্ষর’ এবং ‘প্রণয়পুরাণ’।
চিন্তা ও দর্শনে নিজেকে তিনি ‘আমি’-ই হয়ে উঠতে চাই এ রকমটাই বিশ্বাস করেন। সমাজ দেশ রাষ্ট্র, শৈশব কৈশোরের নানা স্মৃতি এবং ছোটবেলার বন্ধুদের নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
কবি ও চিন্তক সৈয়দ ওয়ালীর প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম, প্রথম কবিতা লেখার অভিজ্ঞতা, ফুটবলার না হয়ে লেখক হয়ে ওঠার গল্প জানতে আপনিও দেখতে ও শুনতে পারেন এই ভিডিওটি..