ভ্রমন ও জীবনীভিত্তিক উপন্যাসের সেরা ৩টি বই
ভ্রমন জীবনীভিত্তিক উপন্যাসের সেরা ৩টি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই।
সুপ্রিয় দর্শকশ্রোতা, নিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের উদ্দেশ্য মানুষকে বইমুখী করা। সেই প্রয়াসে অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এ প্রকাশিত ভ্রমন জীবনীভিত্তিক উপন্যাসের সেরা ৩টি বই এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছিঃ
১. ভ্রমণ কাহিনী
চেরি ফুলের দেশে
শাহজাহান সরদার
প্রকাশক : উৎস প্রকাশন
প্রচ্ছদ : মোস্তাফিজ কারিগর
মূল্য : ২৪০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
ভ্রমণ কাহিনী ভিত্তিক “চেরি ফুলের দেশে” বইটি নিয়ে লেখক বলেছেন, চার দশকের বেশি সময় সাংবাদিকতা জীবনে সুযোগ হয়েছে অনেক দেশ সফরের।
কখনো সরকারি সফরে, কখনো পেশাগত দায়িত্ব পালনে। কখনো বা ব্যক্তিগত ও পারিবারিক কাজেও। কিন্তু সাংবাদিকতা বিষয়ে ফেলোশিপ নিয়ে জাপানে অবস্থান করি কিছু দিন। সেই সময়ে জাপানের সব আকর্ষণীয় স্থান ঘুরে ঘুরে দেখেছি। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছি। কথা হয়েছে। জাপান সম্পর্কে অনেক কিছু জেনেছি। তাই ভ্রমণ কাহিনি লেখার সময় প্রথমেই জাপানকে বেছে নিলাম। জাপানকে সূর্যদয়ের দেশ বলা হয় কিন্তু আমি জাপানকে দেখেছি ফুলের দেশ হিসেবে। বিশেষ করে চেরি ফুল। চেরি ফুল ফোটার মাধ্যমে জাপানে বসন্তের আগমন ঘটে। শহর থেকে গ্রাম, পাহাড়ে পাহাড়ে চেরি ফুলের রঙ মাতালো ঢেউ উঠে। মাতোয়ারা হয় ভ্রমণপিপাসু সারা দুনিয়ার মানুষ। চেরি ফুলের সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ে। আর সে কারণে ভ্রমণ কাহিনীমূলক এ গ্রন্থের নাম দিয়েছি ‘চেরি ফুলের দেশে’। ভ্রমণ পিপাসু ও সাধারণ পাঠকের জন্য বইটি আকর্ষণীয় হতে পারে। যারা জাপানে যাওয়ার সুযোগ পাবেন না, তারা এই বইটি পড়ে জাপানে ঘোরার আনন্দ পাবেন বেশ খানিকটা।
২. জীবনী ভিত্তিক কিশোর উপন্যাস
জব্বার আল নাঈম: বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী
প্রকাশক : অন্বেষা পাবলিকেশন্স
প্রচ্ছদ : শাকীর এহসানউল্লাহ
মূল্য : ২০০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
জীবনী ভিত্তিক কিশোর উপন্যাস “বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী”। সত্যিই আলী বিস্ময়কর চরিত্রের এক মানুষ। একজন ক্রীড়াবিদ হলেও মহান মানবতাবাদী। এই মানুষটি শুধু মানুষকে ভালোবেসে মানুষের অধিকার আদায়ের জন্য ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ তো করেননিই। এই যুদ্ধের বিপক্ষে দাড়িয়ে যান। পরিণামে নেমে আসে বক্সিং নিষেধাজ্ঞার খড়গ।ফলে শুরু হয় নতুন যুদ্ধ। ক্যাসিয়াস মার্সেলাসক্লে জুনিয়র থেকে ধর্মান্তরিত হয়ে নাম রাখলেন মোহাম্মদ আলী। কথা বলা শুরু করলেন কালোদের পক্ষে। কাজ করা শুরু করলেন নির্যাতিত ও নিপীড়িত মুসলমানের হয়ে।
যদি তরুণ প্রজন্মের ক্রীড়াবিদদের প্রশ্ন করেন। কি হতে চাও তুমি? নিশ্চয় তিনি ঘাড় উঁচু করে বলবেন, চাওয়া একটাই মোহাম্মদ আলী হওয়া। দরিদ্রতম পরিবারে বেড়ে ওঠা শর্তেও কীভাবে হয়ে ওঠেন গত শতকের একজন সেরা ক্রিড়াবিদ? একজন ক্যাসিয়াস মার্সেলাসক্লে জুনিয়র কিভাবে ভিন্ন পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে মোহাম্মদ আলী ক্লে হয়ে ওঠেছেন এটি মূলত সেই রহস্য উন্মোচনেরই কাহিনি- বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী।
৩. আত্মজৈবনিক উপন্যাস
অন্তলান্ত পিতৃস্মৃতি: প্রবীর বিকাশ সরকার
প্রকাশক : অনুপ্রাণন
প্রচ্ছদ : তৌহিন হাসান
মূল্য : ১৮০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
আত্মজৈবনিক উপন্যাস “প্রবীর বিকাশ সরকার”। গ্রন্থটি সম্পর্কে লেখক বলেছেন, জন্মদাতা পিতা আমাকে যতখানি দেখেছে, যতখানি বুঝতে পেরেছে- আমি যতখানি দেখেছি, বুঝতে পেরেছি তাকে তারই ইতিহাস হচ্ছে এই স্মৃতিকথা: অতলান্ত পিতৃস্মৃতি। যাতে আমার স্মরণে থাকা সমস্ত ঘটনাই তুলে ধরার চেষ্টা করেছি জলবৎ। রাখঢাক কিছুই করিনি। আমার শৈশব, কৈশোর আর যৌবনের সোনালি লগ্নে ঘটিত অসুখ-বিসুখ, শিক্ষা-দস্যিপনা, কলেজ জীবন, সাহিত্য চর্চা, বন্ধুবলয়, আড্ডা-রাজনীতি, নেশা-প্রেম, প্যাশন-ফ্যাশন, ব্যর্থতা-দায়দায়িত্ব, ব্যথা-বেদনা-বিচ্ছিন্নতা- সবকিছুর সঙ্গে বাবার দৃশ্য-অদৃশ্য দৃষ্টি জড়িয়ে ছিল। তাই আজ ‘পিতৃস্নেহ হয়ে উঠেছে বড় বেশি পিতৃস্মৃতি’ যা আমার স্মৃতিকথা।