Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


বর্তমান বিশ্বের সেরা ও জনপ্রিয় বই

প্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় ‘পৃথিবীর সেরা ও সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ১০ টি বই’

আমরা বিশ্বাস করি যে, সুশিক্ষিত হওয়ার জন্য বই পড়ার বিকল্প নেই। সুন্দর সমাজ গড়ে তোলার জন্য সুশিক্ষিত মানুষ অনির্বায। আর এ কারণে আমরা গল্প, কবিতা, প্রবন্ধ. উপন্যাস, গবেষণা, ভ্রমণ, অনুবাদ ও জীবনীমূলক বইসহ বিভিন্ন রকমের নতুন বইয়ের বুক রিভিউ ও লেখক রিভিউ প্রকাশ করে থাকি।

কালজয়ী ১০টি বই

যুগে যুগে শ্রেষ্ঠ সাহিত্যিকদের বহু সাহিত্যকর্ম সৃষ্টি হয়েছে। এসব সাহিত্যকর্মগুলোর ছোট কোনো তালিকা সঠিকভাবে করা আদৌ সম্ভব নয়। তবে কালজয়ী সাহিত্যকর্মের তালিকায় বারবার কয়েকটি বইয়ের নাম উঠে এসেছে। পৃথিবীর সেরা লেখক ও পাঠকদের মতামতের ভিত্তিতে এই বইগুলোর আবেদন সময়কে জয় করেছে। বিখ্যাত টাইম ম্যাগাজিনে তেমন ১০টি বই স্থান করে নিয়েছে। এ রকম পৃথিবীর কালজয়ী ১০টি বই নিয়ে আমাদের আজকের আয়োজন-

১. লিও তলস্তয়ের ‘আন্না কারেনিনা’
‘আন্না কারেনিনা’ প্রকাশিত হওয়ার পর সমালোচকরা বলেন এটা একটি নিছক পরকীয়া প্রেমের কাহিনী। কিন্তু এটা উনিশ শতকের রাশিয়ার প্রভাবশালী ও সভ্রান্ত পরিবার নিয়ে লেখা। যে সমাজের ভেতরে রয়েছে গভীর বেদনাবোধ ও এক মহাশূন্যতা। আন্নার ব্যক্তিগত দুঃখবোধ, নৈতিকতার দ্বন্দ্ব, প্রায়শ্চিত্ত শুধু তার একার নয়, তা যেন গোটা সমাজের চিত্র হয়েই ধরা দেয়।

২. গুস্তাভ ফ্লেবেয়ারের ‘মাদাম বোভারি’
১৮ শতকের মাঝামাঝি সময়ে যে কটি অনবদ্য ও অমর সাহিত্যকর্ম এখনো পাঠককে রোমাঞ্চিত করে, তার একটি ‘মাদাম বোভারি’। গুস্তাভ ফ্লেবেয়ারের প্রথম উপন্যাস ছিল এটি। একজন চিকিৎসকের স্ত্রীর জীবনের নানা বর্ণিল দিকগুলোর অসাধারণ উপস্থাপন উপন্যাসটিকে হৃদয়ছোঁয়া করেছে।বিশ্বের সেরা ১০টি বই,সেরা ১০টি বই,top 10 book in the world,in search of lost time,anna karenina,the great gatsby,lolita,war and peace,best novels,classic novels,best book review,বুক রিভিউ,Book Review Trailer,বাছাইকৃত সেরা ১০ টি বই,bangla book review,book review,top 10 bangla book review,top 10 bangla book review,book review in bangla

৩. লিও তলস্তয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’
১৮৬৯ সালে প্রথম প্রকাশিত হওয়ার অনেক পরে উপন্যাসটি জনপ্রিয় হয়। সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে বিবেচিত হয় ওয়ার এন্ড পিস।

৪. ভ্লাদিমির নবোকভের ‘ললিতা’
‘ললিতা’ সর্বপ্রথম ১৯৫৫ সালে প্যারিসে। ১৯৫৮ সালে নিউ ইয়র্কে এবং ১৯৫৯ সালে লন্ডনে প্রকাশিত হয়। এটি নবোকভের অন্যতম গুরুত্বপূর্ণ ও সেরা সাহিত্যকর্ম হিসেবেও বিখ্যাত। উপন্যাসটি তার বিতর্কিত বিষয়গুলোর জন্যও আলোচিত।

৫. মার্ক টোয়েনের ‘দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’
সমাজব্যবস্থার ত্রুটিগুলোকে সুন্দর উপস্থাপনের পাশাপাশি কীভাবে সেসব কাটিয়ে উঠা সম্ভব তার চমৎকার বর্ণনা এই উপন্যাসটিকে কালজয়ী করেছে।

৬. উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’
নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র ১৫৯৯ থেকে ১৬০২ সালের মধ্যে ‘হ্যামলেট’ রচনা করেন বলে ধারণা কার হয়। রাজা হ্যামলেটকে হত্যা করে তাঁর ভাই ক্লদিয়াসের সিংহাসন আরোহন করেন এবং ভাইয়ের বিধবা স্ত্রীকে বিয়ে করেন। শুধু তাই নয় তাঁর ভাতিজা যুবরাজ হ্যামলেটের প্রতিশোধ নেওয়ার ঘটনাগুলোই এই নাটকে বর্ণিত হয়েছে।

৭. স্কট ফিটজেরাল্ডের ‘দ্য গ্রেট গ্যাটসবাই’
আমেরিকান লেখকদের মধ্যে ফিকশন রাইটারদের রাজত্বে স্কট ফিটজেরাল্ডের আধিপত্য বিস্তার হয় দ্য গ্রেট গ্যাটবাই উপন্যাসটি প্রকাশ হওয়ার পর। চরিত্র সৃষ্টির দিক থেকে সবাইকে চমকে দেন এই উপন্যাসিক।

৮. মারসেল প্রুস্তের ‘ইন সার্চ অব লস্ট টাইম’
অতীত সময়কে বইয়ের পাতায় সংরক্ষণ করেছে মারসেল প্রুস্তের ‘ইন সার্চ অব লস্ট টাইম’। সাত খণ্ডের এই উপন্যাসটি এর দৈর্ঘ্যের জন্যও উল্লেখযোগ্য। ইন সার্চ অব লস্ট টাইম মার্সেল প্রুস্তের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম ছিল এটি।

৯. অ্যান্তন চেকভের ‘দ্য স্টোরিজ অব অ্যান্তন চেকভ’
ছোট গল্পের সেরা লেখক মনে করা হয় অ্যান্তন চেকভকে। তিনি তাঁর গল্পে রাশিয়ার মানুষদের জীবন তুলে ধরেছেন। তাঁর লেখা গল্পগুলোর মধ্যে থেকে সেরা ৩০টি গল্প নিয়েই প্রকাশিত হয়েছে ‘দ্য স্টোরিজ অব অ্যান্তন চেকভ।

১০. জর্জ ইলিয়টের ‘মিডলমার্চ’
ইংরেজি ফিকশন লেখাগুলোর মধ্যে জর্জ ইলিয়টের মিডলমার্চ খুবই জনপ্রিয়। ইলিয়টের সপ্তম উপন্যাস হিসেবে এটি বেশ ঘটনাবহুল। এ উপন্যাসের গল্পের আড়াল থেকেও সমাজক অভাব নেই এই উপন্যাসে।

সুতরাং সুন্দর ও আনন্দময় জীবনের জন্য আসুন সময় কাটাই বইয়ের সঙ্গে। আর হয়ে উঠি সচেতন ও সত্যিকারের মানবিক মানুষ।