সম্প্রীতিঃনিউ বাংলা নাটক
সম্প্রীতি
সম্প্রীতির এক সুনিবিড় বন্ধনে গড়া আমার ভালবাসার বাংলাদেশ | আবহমান কাল থেকে বাংলার এই সম্প্রীতির বন্ধন এখনো অটুট। এই বাংলাদেশকে আমরা হৃদয়ে ধারণ করি। প্রকৃতির এই স্বাভাবিক ধারা রুদ্ধ করার ক্ষমতা কারো নেই। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মানুষকে, মানুষ পরিচয়ে ভালোবাসার এই আমাদের বাংলাদেশ।