সত্তর দশকে কোনো গ্রেট কবি নেই: সরকার মাসুদ
সরকার মাসুদ পরিচিতিঃ
সরকার মাসুদ আশির দশকের উল্লেখযোগ্য কবি। কবিতার পাশাপাশি দুহাতে লিখেছেন প্রবন্ধ ও ছোটগল্প। ২৭ অক্টোবর ১৯৬১ সালে কুড়িগ্রামের নতুন অনন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বিক্রমপুর কুঞ্জবিহারী বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষাদান করছেন। কবিতা, প্রবন্ধ এবং ছোট গল্প মিলিয়ে এ পর্যন্ত তেরটি বই প্রকাশিত হয়েছে । সর্বশেষ গ্রন্থ ‘বেগুনি আগুন’ গল্পগ্রন্থ ২০২০ #বইমেলা য় প্রকাশিত হয়েছে। করোনাকালে উপন্যাস লিখছেন।
সত্তর দশকে কোনো গ্রেট কবি নেইঃ
নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা হয়। দশকভিত্তিক বিবেচনায় কারা কতটা গ্রেট সে বিষয়ে বিস্তারিত আলাপ হয়। রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ, কামাল চৌধুরী এরা মাঝারি থেকে একটু এগিয়ে থাকা কবি। রাজনৈতিক উচ্চকিত স্বর তাদের ক্ষতি করেছে। আবার আবিদ আজাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ কবি হলেও গ্রেট হতে পারেননি তার আবেগের অতিমাত্রার কারণে। তিনি গ্রেট হতে পারতেন হয়তো। সেই সম্ভাবনা তার মধ্যে ছিল। নতুন দৃশ্যকল্প ও চিত্রকল্প তৈরি করেছিলেন। অনেকে বলেন, সত্তরে কোনো কবিই নেই। আমি সেটা বলতে চাই না। সত্তরে অনেক কবি আছেন কিন্তু কেউ গ্রেট কবি হতে পারেননি। এছাড়া আরো অনেক বিষয় জানতে ক্লিক করুন ভিডিওতে।