রোজা ভঙ্গের কারণসমূহ
বাংলাদেশের বেশিরভাগ জনগোষ্ঠিই মুসলমান। তাই স্বাভবিক ভাবেই আমরা সবাই রোজা সম্পর্কিত অনেক কিছুই জানি। তবুও সবাইকে আবার নতুন করে রোজা ভঙ্গের কারণসমুহ একটু মনে করিয়ে দিতে চাই-
রোজা ভঙ্গের কারণ তেরটি। যথা:
১. ইচ্ছাকৃত পানাহার করলে
২. স্ত্রী সহবাস করলে
৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (রোজা রাখার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)
৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে
৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষধ বা তৈল ব্যাবহার করলে
৬. জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে
৭. ইনজেকশান বা স্যালাইরনর মাধ্যমে দেহে ওষধ পৌছালে
৮. কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে
৯. সূর্য অস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যঅস্ত হয়নি
১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে
১১. দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে
১২. ধূমপান করা, ইচ্ছাকৃত ভাবে লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোয়া গ্রহন করলে
১৩. সেহেরীর নির্ধারিত সময়ের পরেও সেহেরী গ্রহণ করলে