জার্মানি লতা সেবন করুন- পাবেন জীবনের গতি
মেছতার দাগ, কিডনি ও পাকস্থলির পাথর দূর করবে জার্মানি লতা
জার্মানি লতা সাধারণত ছোপ-ঝাড়, গ্রামের পুকুর পাড়, আবার কখনো রাস্তার ধারে দেখা যায়। বাংলাদেশের এমন কোন জংগল নেই যেখানে জার্মানি লতা পাওয়া যাবে না। এ লতা আয়ুর্বেদিক চিকিৎসায় বহুল ব্যবহৃত। ইউনানী গবেষকরা বলছেন, কাটা ক্ষত, রক্তপড়া বন্ধ, গ্যাস্ট্রিক ও বিষক্রীয়া দূর করতে এটি বহুকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আপনি কি জানেন? জার্মানির লতা আপনার মুখের মেছতা এবং কিডনি ও পাকস্থলির পাথর দূর করতে পারে? তাই আজকের আলোচনার বিষয় ‘জার্মানির লতা’। কিন্তু তার আগে ‘নিউ বাংলা’ পরিবারে আপনাকে স্বাগতম। যারা ইতোমধ্যে পরিবারের সদস্য হয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ। এখনো যারা সদস্য হননি তারা সাবস্ক্রাইব করুন। আর পাশের বেলআইকনটি ক্লিক করে রাখুন, তাহলে প্রয়োজনীয় সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।