রবীন্দ্রশিল্পী অঙ্গনা চট্টোপাধ্যায়ের সঙ্গে গানে গানে আড্ডা আলাপ
রবীন্দ্রশিল্পী অঙ্গনা চট্টোপাধ্যায়
অঙ্গনা চট্টোপাধ্যায় মূলত রবীন্দ্রসংগীত শিল্পী। পাশাপাশি লোক ও আধুনিক ক্ল্যাসিক গানের প্রতিও রয়েছে দারুণ দরদ। তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের কলকাতা শহরে। কিন্তু তার পূর্বপুরুষরা বাংলাদেশের যশোর ও নারায়ণগঞ্জের লোক। তার ছোটবেলা ও শৈশব কেটেছে শহরের পরিবেশে। তবু নানাবাড়ির গ্রামীণ আবহাওয়া ও স্মৃতি তিনি ভুলতে পারেননি। বিশেষ করে নানাবাড়ির যৌথপরিবারের আদর আর আনন্দ তাকে এখনো টানে। ছোটবেলা থেকেই বাবা-মা চাইতেন মেয়ে শিল্পী হোক। গানের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে একদিন সুযোগ ঘটে গুরুগৃহে গিয়ে গান শেখার। তারপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। স্বপ্ন দেখতেন অনেক মানুষ তার গান শুনবেন। সেই আনন্দে মূলত এখনো গেয়ে চলেছেন। কিন্তু তিনি মনে করেন গান আসলে সারাজীবনই শিখতে হয়। আর বাজনা নিয়ে তিনি দারুণ একটা কথা বলেছেন, সুর তো হৃদয়ের ব্যাপার ফলে তাতে কথাই আসল কথা। গানবাজনা কেন ধীরে ধীরে বাজনাগান হয়ে যাচ্ছে তা নিয়ে তিনি সত্যি সংকিত। একই সঙ্গে লালনের বাউলার যে প্রভাব রবীন্দ্রনাথের গানে সরাসরি বিস্তার করেছিল সে বিষয়টি দারুণ সাহসের সঙ্গে স্বীকার করেন এবং সেই ধরণের গানও নিউবাংলার দর্শকদের জন্য উপহার দেন। যেসব দর্শক লাইভ প্রগামে অংশ নিয়েছেন এবং কমেন্টস করেছেন তাদের প্রতি শিল্পী অঙ্গনা চট্টোপাধ্যায় (অঙ্গনা আকাশ) ও নিউ বাংলার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই ।