ঢাকায় ভিক্ষাবৃত্তির নানান টেকনিক ও ভিক্ষুকদের কারসাজি
ভিক্ষুক
ভিক্ষাবৃত্তি আদিম সমাজ থেকে ক্রমাগত আধুনিক রাষ্ট্রের মধ্যে সমভাবে বললে ভুল হবে বরং একটু বেশিই চেপে বসেছে। কেউ পেটের দায়ে ভিক্ষা করছে আবার কেউ ভিক্ষাকেই পেশা হিসাবে গ্রহণ করেছে। ঘটনার পেছনের ঘটনার মত কিছু চক্র ভিক্ষুকদেরকে নিয়ে গড়ে তোলেছে ব্যবসা নামক টাকা আয়ের বিরাট ফাঁদ।
মানুষ তার পেটের দায় মিটানোর জন্য অন্য কোন পথ না পেলে তবেই ভিক্ষা করতে রাস্তায় নামে, আমরা এমনটিই জেনে এসেছি। কিন্তু এখন কিছু অসাধু চক্রের কারণে এই ভিক্ষাবৃত্তি দাঁড়িয়েছে একটি সামাজিক ব্যাধি হিসাবে।
এর সমাধানে কোন দায়িত্বশীল মহলেরই তেমন কোন উদ্দ্যুগ আমাদের চোখে পড়ছে না।
আসুন, আমরা এই সমস্যাকে সমাধানের লক্ষ্যে সবাই এগিয়ে আসি। ভিক্ষুকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে আমরা গড়ে তোলি একটি ভিক্ষুক মুক্ত নতুন সমাজ তথা নতুন বাংলা।