বাংলা ভাষা ও মুক্তিযুদ্ধের পক্ষে উর্দু ভাষী কবি
কবি নওশাদ নূরীকে নিয়ে মনন রেখা একটি বিশেষ সংখ্যা করেছে। যেখানে বিভিন্ন বিষয় কেন্দ্রীক প্রবন্ধ, স্মৃতিকথা, মূল্যায়ন ও অনুবাদ করা হয়েছে তার কবিতা ও গজল। সেখানে লিখেছেন বাংলাদেশ তথা বাংলা ভাষা ও উর্দু ভাষার সব বড় বড় নামী-দামী লেখক।
প্রবন্ধ:
কামাল লোহানী, মফিদুল হক, এস এম সাজিদ, মুহম্মদ নূরুল হুদা, ড. লতিফ আহমেদ, আইয়ূব হোসেন, ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, ড. মো. ইস্রাফীল, মুহাম্মাদ ইনায়াতুল্লাহ সিদ্দিকী, কবি শামসুর রাহমান, গোলাম মোহাম্মদ, জাফর আলম, কামাল আহমেদ, আহমেদ ইলিয়াস, হাফিজ রহমান, ওসামা রহমান, আরশাদ সিদ্দিকী,হাইকেল হাশমী, সাদাফ নূরী চৌধুরী, মীর রবি, রইস মুকুল, সাইফুল ইসলাম সাইফ। সাক্ষাৎকার কবির
সাক্ষাৎকার গ্রহণ:
গোলাম মোহাম্মদ