বাংলাদেশের উর্দু ছোটগল্প: অনুবাদ হাইকেল হাশমী।
বাংলাদেশের উর্দু ছোটগল্প: অনুবাদ হাইকেল হাশমী অনুবাদক এই গ্রন্থে এমন গল্পকারদের গল্প বেছে নিয়েছেন যারা দেশভাগের পর পূর্ব বাংলায় চলে এসেছিলেন এবং এখানে থেকেছেন আর এখানেই মৃত্যুবরণ করেছেন। তাদের গল্পের উপাদান এই ভূমির মানুষ ও মাটি, এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, এবং আনন্দ বেদনা।