বাঁচতে হবে অক্সিজেন কিনে!
আপনি কি জানেন? আসছে পৃথিবীতে আপনাকে বাঁচতে হবে অক্সিজেন কিনে? শুনে কি চমকে যাচ্ছেন? কিন্তু না চমকে বরং গাছ লাগানো শুরু করুন। কারণ ইতিমধ্যে চীন জাপানে অক্সিজেন বিক্রি বেড়েছে। ধীরে ধীরে যে হারে গাছের সংখ্যা কমে যাচ্ছে তাতে খবু দ্রুত আমরা যে অক্সিজেন পাবো তাতে পৃথিবীর যে মানুষ তাদের যতটুকু অক্সিজেন দরকার তা সরবরাহ করতে পারবে না ফলে আমাদের অক্সিজেন কিনে বাঁচতে হবে! হ্যাঁ এটাই সত্যি। সমীক্ষণ তাই বলে। সে কারণে আগে ভাগেই গাছ লাগান পরিবেশ বাঁচান। নিজে বাঁচুন অন্যকে বাঁচান। গল্পের মোড়কে মানুষ রিপন আহসান ঋতুর উপন্যাস পড়ে বৃক্ষ পাগল আবদুল কাদিরের মতো বাড়ি বাড়ি গড়ে তুলুন বৃক্ষের বাগান ও তৈরি করুন গাছ লাগানোর আন্দোলন।