Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


সাজ্জাক হোসেন শিহাবের প্রিয় লেখক প্রিয় বই

‘ভ্রমণকে উপন্যাস করার মসলা জুগিয়েছেন ইতালির তাতিয়ানা’

সাজ্জাক হোসেন শিহাব ১৯৮৮ সালের ১৪ অক্টোবর রাজশাহীর বাগমারাতে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কথাসাহিত্যিক, শিশুসাহিত্যিক ও কবি। সাথে সাথে অনুবাদ করছেন ইতালির একটি উপন্যাস। ইউরোপীয় প্লটে লেখা তার উপন্যাস মহাদেশ মহাকাল-এর প্রথম পর্ব হয়েছে পাঠক নন্দিত। তিনি ধূপছায়া গল্পগ্রন্থের জন্য পেয়েছেন দেশ পাণ্ডুলিপি পুরস্কার। ঘুরেছেন পৃথিবীর বারটি দেশ। তিনি বস্ত্র প্রকৌশলী হিশেবে কর্মরত আছেন ঢাকাতে। তার আলোচিত বই ‘আঙুরের কঙ্গাল, ঈশ্বরের দেশে, হুর রে অন্যতম। তিনি বলেছেন ইচ্ছা আর ষ্বপ্ন এক জিনিস নয়। এটা সম্পূর্ণ আলাদা বিষয়। তাছাড়া পৃথিবীর সেরা সেরা লেখকের গল্প উপন্যাস কেন তার প্রিয় সেসব বিষয় নিয়ে কথা বলেছেন। কথা বলেছেন হারমেন হেসের ‘সিদ্ধার্থ’ নিয়ে। আলীম আজিজের অনুবাদ উপন্যাস এর্নেস্তো সাবাতো-এর ‘টানেল’ নিয়ে। ভিক্টর হুগোর লা মেজারেবল ছাড়াও বাংলা কথাসাহিত্যের নায়ক বা রাজপুত্তুর মানিক বন্দোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা নিয়ে। বাংলা সাহিত্য বিশ্বসাহিত্য ছাড়াও নিজের স্মৃতি। কীভাবে সাহিত্যকে ভালোবেসে কোনো পত্রিকায় লেখা প্রকাশ না করেই প্রথমে চার রাতে উপন্যাস লিখে তা প্রকাশ করেছেন! এমনই পাগলাটে আর স্বপ্নবাজ লেখকের আরো অনেক বিষয় জানতে ক্লিক করুন আর পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন..