প্রবন্ধের সেরা ৩টি বই
চিত্রকলা, চলচ্চিত্র ও অর্থনীতিবিষয়ক প্রবন্ধের সেরা ৩টি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই।
সুপ্রিয় দর্শকশ্রোতা, নিউ বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের উদ্দেশ্য মানুষকে বইমুখী করা। সেই প্রয়াসে অমর একুশে বইমেলা ২০১৯-এ প্রকাশিত চিত্রকলা, চলচ্চিত্র ও অর্থনীতি বিষয়ক প্রবন্ধের সেরা ৩টি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছিঃ
প্রবন্ধ-১: চিত্রকলা বিষয়ক প্রবন্ধ
নভেরার রূপ
সাখাওয়াত টিপু
প্রকাশক: আদর্শ
প্রচ্ছদ : নভেরার ম্যুরাল অবলম্বনে এস এম সাইফুল ইসলাম
মূল্য: ৩০০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯
বইমেলায় প্রকাশিত হচ্ছে ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে শিল্প সমালোচনার বই ‘নভেরার রূপ’! আমাদের ভূখণ্ডের কিংবদন্তী ভাস্কর ও শিল্পী নভেরা আহমেদ এবং উপমহাদেশের প্রথম প্রজন্মের কিংবদন্তীও।
কী আছে নভেরার বইতে? প্রথমত নভেরার আত্মপরিচয়! শিল্প কিভাবে একজন শিল্পীর আত্মপরিচয় নির্মাণ করেন, তার সুলুক সন্ধান। দ্বিতীয়ত, নভেরার জীবনের সঙ্গে তার সহজাত শিল্পের তুলনামূলক সমালোচনা বইয়ে আছে। শিল্পের তাত্ত্বিক পাঠাতনে নন্দন রূপ খুঁজেছেন লেখক সাখাওয়াত টিপু। তৃতীয়ত, শহীদ মিনারের নকশা নভেরার প্রণয়নে ভূমিকা কি ছিল, আছে তার বয়ান। খণ্ডিত ইতিহাস নিয়ে প্রশ্ন তুলেছেন।
ভাস্কর্য শিল্পের গঠন, রূপ, রূপক আর নন্দন্তাত্ত্বিক বয়ানে বইটি অনন্য।
প্রবন্ধ-২: চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধ
ফারহানা রহমান: চলচ্চিত্র কথা ও অন্যান্য
প্রকাশক : এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী
প্রচ্ছদ : রাজীব দত্ত
মূল্য : জানা যায়নি
অমর একুশে গ্রন্থমেলা ২০১৯
এটি একটি সমালোচনামূলক প্রবন্ধের বই। এই বইয়ের প্রবন্ধগুলোর বিষয় সাহিত্য, চিত্রকলা ও চলচ্চিত্র । বইটিতে চলচ্চিত্রবিষয়ক মতবাদ চর্চার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক যেমন আলোচনা করা হয়েছে, তেমনি পর্যালোচনা করা হয়েছে এর বিষয়বৈচিত্র্য চরিত্র ও সংলাপ নিয়েও। বিশ্বসাহিত্যের বেশ কয়েকটি উপন্যাসের আলোচনার পাশাপাশি বিশ্ববিখ্যাত কয়েকজন কবি ও কথাশিল্পীদের সম্পর্কেও রয়েছে বিশ্লেষণধর্মী আলোচনা। রয়েছে বিখ্যাত চিত্রশিল্পী ফ্রিদা কাহলো’র জীবন ও কর্মের ওপর একটি দীর্ঘ প্রবন্ধ।
বইটি পাঠ করলে একজন পাঠক দুই মলাটের ভেতরই জানতে পারবেন, লুই বুনুয়েল, আকিরা কুরোশাওয়া, আন্দ্রেই তারকোভস্কি, বাহমান ঘোবাদির মতো বিশ্ববরেণ্য চলচ্চিত্রকারের জীবন ও কর্মের ‘সহৃদয় হৃদয় সংবেদী’ পর্যালোচনা। এছাড়া আছে, কাজুও ইশিগুরো, ইয়াসুনারি কাওয়াবাতা, শার্ল বোদলেয়ার, বব ডিলান, জ্যাক লন্ডনের মতো মহৎ সব কবি-সংগীতশিল্পী ও কথাকারের কর্মযোগ নিয়ে বিশদ বিশ্লেষণ। আর তাই এই বইয়ের ভেতরই মিলে যাবে পৃথিবীর সেরা সেরা সব শিল্প-সাহিত্যের এক অনন্য সাধারণ ভুবনের সন্ধান।
প্রবন্ধ-৩: সমকালীন রাজনৈতিক-অর্থনীতি প্রবন্ধ
শামস আরেফিন
বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং সমকালীন রাজনৈতিক অর্থনীতি
প্রকাশক : সরলরেখা
পরিবেশক : মহাকাল
ধরণ : প্রবন্ধ
প্রচ্ছদ : মিডিয়া ভিলেজ
মূল্য : ৩০০ টাকা
অমর একুশে গ্রন্থমেলা-২০১৯
সমকালীন রাজনৈতিক অর্থনীতি সংশ্লিষ্ট বিষয় উঠে এসেছে “বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং সমকালীন রাজনৈতিক অর্থনীতি” বইটিতে। এখানে আত্মনীর্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় বাধাসমূহ চিহ্নিত করা হয়েছে। আবার বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস ও আহমদ ছফার বর্তমান বাস্তবতার আলোকে ছফার আর্থ-সামাজিক বিশ্লেষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে- কীভাবে সামাজিক অগ্রগতির প্রতিবন্ধকতা তৈরি করেন তথাকথিত সুশীল শ্রেণি বা সুবিধাজীবী।
পাশাপাশি বহুমুখী বন্ধুত্ব প্রতিষ্ঠায় বহুপাক্ষিক সংযোগ ব্যবস্থা সিল্করুট-এ সংযুক্ত হওয়ার ব্যাপারে আলোচনা করা হয়েছে। সেই সাথে অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজস্ব কাঠামো পরিবর্তন ও কর-জর্জরিত মধ্যবিত্ত নিয়ে আলোচনা করা হয়েছে। বলা যায়- কীভাবে সম্ভাবনার বাংলাদেশ থেকে উন্নত অর্থনীতির দেশ হতে পারে- তা নিয়ে আলোচনা করেছেন লেখক।
অবশেষে বৈশ্বিক যেসব রাজনৈতিক কারণ অর্থনীতিকে প্রভাবিত করে- যেমন আইএমএফ, তেলের মূল্যহ্রাসের ভূরাজনীতি, চীনের মুদ্রানীতি, জাতিসংঘ প্রধান নির্বাচনের রাজনীতি, মালালা, ক্লাইমেট ফিকশন, নোবেল রাজনীতিসহ ইত্যাদি বিষয় কার্যকারণসহ উঠে এসেছে এই বইয়ে।