সত্যিই মেঘের ডাকে পেখম খুললো ময়ূর
ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদেরকে পেখম তোলে নেচে নেচে আনন্দ দিচ্ছিল একটি ময়ূর। এই সময় ময়ূরটি তার সঙ্গীকে ডাকছিল যেন তাকে এসে সঙ্ঘ দেয়। দর্শক সরাসরি ময়ূরের পেখম তোলার দৃশ্য দেখতে এবং ময়ূরের ডাক শুনতে এই ভিডিওটি এখনি দেখুন। এই ভিডিওটিতে একই সাথে ময়ূরের পেখম তোলার এবং ময়ূরের ডাক একই সাথে শুনতে পাবেন। যা বিরল ঘটনা।