পিলের ক্ষতিকর দিক
আজ আমরা আলোচনা করব ‘পিল খেলে মেয়েদের কি কি ক্ষতি হয় বা জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণে যেসব শারীরিক ঝুঁকি’-এ বিষয়ে। অনাকাঙ্খিত গর্ভধারণ থেকে বাঁচার জন্য মেয়েরা পিল গ্রহণ করে থাকেন।
বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রণ পিল খায়। কিন্তু পিলের মারাত্বক ক্ষতি সম্পর্কে এইসব মেয়েদের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভালো কিছু না বরং একটা মেয়েকে ধীরে ধীরে শেষ করতে এই পিলই যথেষ্ট। জার্মানের গাইনি বিশেষজ্ঞ ডা. ডোয়্যাক নির্দেশিত ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হলো।
পিলের মারাত্বক ক্ষতিকর দিক
১. মেয়েদের হতাশা, বিষণ্নতা বা ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার একটি মূল কারণ অতিরিক্ত পিল খাওয়া।
২. পিলে এমন উপাদান থাকে যা মেয়েদের ২৪ ঘন্টা মাথাব্যথা বা অতিরিক্ত মাইগ্রেনের কারণ হয়ে দাড়ায়।
৩. শুধুমাত্র পিল সেবন-ই উচ্চ রক্তচাপ বা ব্রেন স্ট্রোকের উল্লেখযোগ্য কারণ।
৪. যারা বেশি পিল খায় তাদের অজানা অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে।
৫. অনেক নারী গর্ভধারণ থেকে বাঁচার জন্য পিল খেয়ে থাকেন। যদি খাওয়া ছেড়ে দেন তাহলে অধিক পিরিয়ড হওয়া ও তলপেটে ব্যথা বেড়ে যেতে পারে।
৬. পিল খাওয়ার কারণে খিটখিটে মেজাজ ও বমি বমি ভাব এবং বমি হয়।
৭. যারা নিয়মিত পিল খায় তাদের বুকে বা ব্রেস্টে অনেক ব্যথা হয়। আর সেক্সের সময় তেমন আনন্দ পায় না।
৮. পিল খেলে শরীরের ওজন দ্রুত বেড়ে যায়। তখন তলপেটে ব্যথা ও টেনশন নিত্যসঙ্গী হয়ে পড়ে।
৯. ৪০বছরের বেশি বয়সের মহিলাদের জন্য পিল খুবই ক্ষতিকারক। এতে হৃদরোগ বা হার্ড-এটাকের সম্ভাবনা অনেক বেশি থাকে।
১০. নতুন মা হওয়া মেয়েদের পিল খাওয়া একদম ঠিক নয়। এতে বুকের দুধ কমে যায়।
১১. যাদের ডায়াবেটিস আছে সেসব মহিলারা পিল সেবন করলে মারাত্বক ক্ষতি হতে পারে।
১২. পিল সেবনের ফলে অনেক সময় চোখে অসুবিধা হয় ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে।
১৩. প্রতিদিন একই সময়ে পিল খাওয়া একটা মানসিক চাপ। ফলে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এবং পিরিয়ডবিহীন ব্লিডিং হওয়ার সম্ভাবনাও থাকে।
১৪. পিল গ্রহণের ফলে স্তনের আকার বড় হয় কারণ পিলে প্রোজেস্টেরন ও ইস্ট্রোজেন উপাদান থাকে।
১৫. পিলের কাজ হলো শরীরে ডিম্বাণু প্রক্রিয়া বন্ধ রাখা। তাই পিল খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই শরীরের গ্রন্থি থেকে রসক্ষরণ কমে থাকে। ফলে সাদা স্রাব হয়।