জেব্রা শাবকের অসাধারণ ড্যান্সিং
ঘুরে এলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা । নগর জীবনের ক্লান্তি দূর করতে পরিবার নিয়ে ঘুরার সব থেকে ভাল স্থান হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানা ঘুরা বাচ্চাদের জন্য মজায় মজায় শেখার একটা সুযোগ, এখানে নানান জাতের প্রানীর নাম জানা ও একসাথে নানান জাতের প্রানী দেখা হয়। আমরা সারাদিন চিড়িয়াখানা ঘুরে নানান জাতের প্রানী দেখেছি। বিশেষ করে জেব্রার নাচ দেখার মত ছিল যা দেখার জন্য দর্শনার্থীদের ভিড় জমেছিল । নানান জাতের পাখিদের মধ্যে উটপাখি, কুমিড়কেশোয়ারী, কাকাতুয়া, ম্যাকাও, ময়না ছিল। পাখির কিচিরমিছির শব্দ বাচ্চাদের খুবই আনন্দিত করেছে। জলজ প্রানীদের মধ্যে কচ্ছব ও কুমিড় দেখা হল। ব্যস্ত শহর জীবনে একটু সস্তির স্থান হল জাতীয় চিড়িয়াখানা যা সকল বয়সের সকল শ্রেণীর সকল পেশার মানুষদের আনন্দিত করে।