Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


জীবন-যুদ্ধে হার না মানা এক অকুতোভয় বীর প্রতিবন্ধী রইসউদ্দীন

দুই হাত বিহীন এক প্রতিবন্ধী জনাব রইসউদ্দীন। তিনি বাংলাদেশের একজন রিয়েল লাইফ হিরো ।

তিনি বলেন – ভিক্ষা নয় কর্ম করেই বাচতে চাই।

নিম্নে নিউবাংলার সাথে তার কথোপকথন তুলে ধরা হলো-

নিউ বাংলা: আপনার নাম কি?
রইসউদ্দীনঃ রইসউদ্দীন

নিউ বাংলা: আপনার বাড়ি?
রইসউদ্দীন: ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মুইসুদ্দীন ইউনিয়নের চরপাড়া গ্রাম।

আপনার এই অবস্থা কীভাবে হলো?
রইসউদ্দীন: ২০০৫ সালের জানুয়ারির ৫ তারিখে কারেন্টে শঠ খাইছিলাম।

প্রশ্ন: অনেকে সুস্থ থেকেও ভিক্ষা করেন। কিন্তু আপনি তো অসুস্থ ভিক্ষা না করে এই কাজ কেন করেন?

রইসউদ্দীন: ‘ভিক্ষা করা তো ভালো না। নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করে খাও’ ভিক্ষা একটি নিকৃষ্ট কাজ। আমি ভিক্ষা কে ঘৃণা করি। মানুষের যদি মনোবল ভালো থাকে যেদি মনে করে কিছু একটা করে খাওয়া যায় তাহলে সে সবকিছু করতে পারে। মানসিক শক্তিই আসল জিনিস। মনোবল থাকলে উপায় একটা হবেই। ২০১৪ সাল থেকে আমি এ কাজ করছি।

নিউ বাংলা: এ কাজ কতদিন ধরে করছেন?
রইসউদ্দীন: ২০১৪ সালে আমি ঢাকায় এসে চিন্তা-ভাবনা করে এই কাজ শুরু করি।

আপনি বিবাহ করছেন?
রইসউদ্দীন: বিবাহ ২০১৩ সালে বিয়ে করেছি।

বউ কোথায় থাকে?
রইসউদ্দীন: বউ ঢাকায় থাকে।

আপনাকে কেউ হেল্প করলে গ্রহণ করতে চান?
রইসউদ্দীন: হ্যাঁ কেউ যদি আমাকে হেল্প করে তাহলে নিতে চাই

আপনার সন্তান ছেলে-মেয়ে আছে?
রইসউদ্দীন: জ্বি আমার একটি ছেলে। ছেলের বয়স সাত বছর । এ বছর নার্সারিতে ভর্তি করেছি।

যারা প্রতিবন্ধী কিন্তু ভিক্ষা না করে কাজ করতে চান তাদের জন্য সুখবর:

বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সমিতির চেয়ারম্যান আলমগীর হোসেন
ঢাকার কামরাঙ্গাচরে থাকি। সেখানে প্রতিবন্ধীদের একটি কারখানা আছে।

বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সমিতির অর্থ সম্পাদক বা কোষাধ্যক্ষ রইসউদ্দীন