জীবন বদলে দেয়া বানীঃএ পি জে আবদুল কালাম
এ পি জে আবদুল কালামের জীবন বদলে দেয়া বানী যা বদলে দিবে আপনার জীবন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলার ‘বরণীয় ব্যক্তিদের স্মরণীয় বাণী’ বিভাগে আপনাকে স্বাগত। আপনারা নিশ্চয় স্যার এ পি জে আবদুল কালামের নাম শুনেছেন। আজ জানবেন তাঁর অনুপ্রেরণাদায়ক অমূল্য ও জনপ্রিয় বাণী। যে বাণী আপনার জীবনকে বদলে দেবে। এই বাণী শোনার আগে আপনি যে রকম ছিলেন, শোনার পর আর সে রকমটা থাকবেন না! হুম অবিশ্বাস্য হলেও এটাই সত্য। আমাদের কথা আপনার বিশ্বাস না হলে চলুন অন্তত একটি বাণী হলেও শুনে নিজের বিশ্বাসকে ঝালাই করুন।