জীবনানন্দ যেভাবে বড়ো কবি হলেন, পাবলো শাহী
কবি পরিচিতিঃ
পাবলো শাহি, আশি ও নব্বই দশকের মাঝামাঝি সময়ে আবির্ভিত হওয়া এক ভিন্ন ঘরানার বাংলা ভাষার কবি। কবিতায় তিনি নিজেকে চেনার দিকে ফিরে তাকাতে পছন্দ করেন। ১৯৬৫ সালে (২ ভাদ্র ১৩৭২ বঙ্গাব্দ) ৭ মাসের সন্তান হিশেবে তৎকালীন যশোর (বর্তমান ঝিনাইদহ) মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। জন্মের পাঁচ দিন তাকে তুঁলোর ভেতরে রাখা হয় চোখ কান ফোটর জন্য। ছোটবেলা থেকে বাওড়ের ধারে মাথা তুলে দাঁড়ানো গাছে চড়ে জলের ঢেউ দেখে বড় হন তিনি। সেখানে থেকেই তিনি আলাদা করে বিষণ্নপুত্র হিশেবে পরিচিতি লাভ করতে থাকেন। নানা ও মামারা ভারতের কমিউনিষ্ট পার্টির সক্রিয় নেতা এবং অন্যদিকে পীর দাদার কাছে মানুষ হওয়া পাবলো শাহির ভেতরে মুহাম্মদ ও মাকর্স সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে বড় হতে থাকেন। ছোটবেলায় একটি কবিতা লেখার বিনিময়ে নানা ও মামারা তাকে দশ টাকা দিতেন। বলতে গেলে টাকার লোভেই পদ্য লেখার নেশা পেয়ে বসে। এভাবে প্রিয় হয়ে ওঠে কাজী নজরুল ইসলাম। ‘অগ্নিবীণা’ পড়ে কিছু না বুঝলেও জসীমউদ্দীনের ‘নকশি কাঁথার মাঠ’ হয়ে ওঠে প্রিয়। তাঁর মতে, নজরুল জাতিসত্ত্বার কবি আর জসীমউদ্দীন বাঙালির কবি হিশেবে স্মরণীয় হয়ে থাকবেন চিরকাল। আবার যেভাবে জসীমউদ্দীনকে ছাড়িয়ে যেতে পারেন আল মাহমুদ। যেভাবে কবীর থেকে রবীন্দ্রনাথ-লালন, একইভাবে কাজী নজরুল ইসলামের ইন্দ্রীয় প্রবণতাকে নিজের কবিতার কলা-কৌশল হিশেবে ব্যবহার করে আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেন জীবনানন্দ দাশ। কথা হচ্ছিল আলাউদ্দিন হোসেন শাহীর বাংলা ভাষার প্রতি মমতা নিয়ে। উইলিয়াম কোরিদের বজ্জাতিপনার কথা। উপনিবেশিক ভূত চাপিয়ে আমাদেরকে অন্ধকার যুগের হুজুগে প্রবেশ করানোসহ যশোরের শিল্প-সাহিত্য, ধর্ম-দর্শন, কবিতা ও চিত্রকলা নিয়ে। সুলতান থেকে সোহেল প্রাণন। হাজী মুহাম্মদ মহাসীন থেকে আজীজুল হক হয়ে হোসেনউদ্দিন হোসেন পর্যন্ত। শিয়া-সুন্নিদের জ্ঞানচর্চা থেকে শুরু করে পাবলো শাহির কবিতা ও শিল্পের সততা নিয়ে। তিনি বর্তমানে যশোরের উপশহরে একটি কলেজে শিক্ষাদানের পাশাপাশি শিল্পসাধনায় ব্রত আছেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ ১৩টিসহ মোট গ্রন্থের সংখ্যা ৩০। লিখেছেন প্রবন্ধগন্থসহ আজীজুল হকের কবিতা: ভাব ভাষা ও তাৎপর্য এবং সাহিত্য পাঠ ও ভাবনা: বিবেচনা-পূনর্বিবেচনা নামের দুটি বই। সম্পাদনা করেছেন আজীজুল হকের কবিতা সংগ্রহ। আছে গল্পগ্রন্থ: আমার বউ ও হোসে সারামাগোর গল্প (কলকাতা) ২০২০ এবং বর্তমানে নতুন ধরণের কবিতা ও উপন্যাস লিখছেন বলে জানান পাঠককে।