Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


জাতির দুর্দিনে জনপ্রতিনিধিরা কোথায়?

এ দেশে জনপ্রতিনিধিদের মধ্যে সবচেয়ে উঁচু আসনে আছেন এমপি সাহেবরা। হেন জায়গা নেই যেখানে তাঁরা নাক গলান না। আইন করেই সব জায়গায় তাঁদের অবাধ প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। স্কুল-কলেজের গভর্নিং বডি, উপজেলা-জেলা পরিষদের উপদেষ্টা, মসজিদ কমিটি—কোথায় নেই তাঁরা। তাঁরা সবকিছু দেখভাল না করলে গণতন্ত্রের মাজেজা থাকে না। দেশে উন্নয়ন হচ্ছে প্রচুর। সেখানেও এমপি সাহেবরা মহাসমারোহে হাজির। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে আছে সরকারের নানা প্রতিষ্ঠান। তাদের জন্য আলাদা বরাদ্দ। এমপি সাহেবরা বাদ যাবেন কেন? তাই তঁাদের জন্য তৈরি হলো বিশেষ ব্যবস্থা—থোক বরাদ্দ। এই বরাদ্দের টাকা কোথায় কীভাবে খরচ হবে, তার সিদ্ধান্ত দেবেন তঁারা। নির্বাচনী কনস্টিটিউয়েন্সি ঠিক রাখার জন্য এটা একটা কার্যকর ‘মৃতসঞ্জীবনী সুরা’। শুনতে পাই তাঁদের অনুরোধের ঠেলায় অনেক জেলা প্রশাসক বা প্রতিষ্ঠানের ডিজির আরাম হারাম হয়ে যাচ্ছে।