ছোট গল্পের বই: ‘চারটি বাহুর ত্রিভুজ’ নিয়ে যা বললেন লেখক উপল তালুকদার
লেখক উপল তালুকদার একাধারে একজন কবি, গল্পকার, উপন্যাসিক এবং গবেষক। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা পেশায় কর্মরত আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে জানাই নিউ বাংলা (New Bangla) চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওতে আপনারা কবি ও গল্পকার উপল তালুকদারের কথা শুনবেন। তিনি কথা বলেছেন ২০১৮ বইমেলায় তাঁর প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘চারটি বাহুর ত্রিভুজ’ নিয়ে। কিভাবে তিনি গল্পগুলো লিখলেন, কেন লিখলেন? গল্পের বিষয়বস্তু সহ বিস্তারিত আলোচনা।