ছুটির দিনে চিড়িয়াখানা ভ্রমণ
বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। ছুটির দিনে ঢাকা চিড়িয়াখানায় নগরবাসীর ভীর লক্ষ করার মত। ছুটির দিনটাকে উপভোগ করার জন্য চিড়িয়াখানার বিকল্প নেই। চিড়িয়াখানায় রয়েছে নানান জাতের প্রাণী। বানরের নাচ দেখার মত যা বাচ্চারা খুবই পছন্দ করে।এখানে দেখা যায় বিদেশী গরু, ইমু পাখি, নানান জাতের হরিণ। ছুটির দিনটাকে আনন্দময় করতে পরিবারের সবাই কে নিয়ে ঘোরে আসতে পারেন জাতীয় চিড়িয়াখানা।