গান কবিতায় প্রকৃতি কন্যা মহুয়া দাশ
চট্টগ্রামে মাছ ধরা ও মুর্শিদাবাদে রান্নার স্মৃতি কখনো ভুলব না’
অতিথি কবি, চিত্রকর ও বাচিকশিল্পী : মহুয়া দাশ
মহুয়া দাশের জন্ম কলকাতা শহরে। তার বাবা চট্টগ্রামের সন্তান। তিনিও দুই তিনবার এসেছেন চট্টগ্রামের দাদুবাড়িতে। বাবার চাকরিসূত্রে মহুয়া দাশের ছোটবেলা কিছুদিন কেটেছে জলপাইগুড়িতে। সেখানেই তার মনে প্রকৃতির রঙ-রূপ আর শব্দের প্রতি এক ধরণের মায়া তৈরি হয় এবং সেখানেই প্রাইমারি স্কুলে ছবি আঁকা ও কবিতা লিখে পুরস্কার জিতে নেন। ভাগ্যের কি নির্মম পরিহাস মা চাইতেন মহুয়া যেন গায়িকা হন। তাই গানের শিক্ষকের কাছে তাকে পাঠানো হয়। কিন্তু বেত দিয়ে তো আর সুর শিখানো সম্ভব না। কারণ মেয়ে যে মনে মনে রঙ নিয়ে খেলে। শব্দ নিয়ে আঁকে। তাকে আর কে ঠেকায়। তাই তিনি হয়ে গেলেন কবি ও চিত্রশিল্পী। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি নিয়েছেন প্রাণিবিদ্যাতে। শিক্ষকতাও করেছেন প্রায় দশ বছর। আর ভালোবাসেন খুব কবিতা গাইতে। মানে আবৃত্তি করতে। কিন্তু গান তাকে ছেড়ে যায়নি। তিনি রবীন্দ্র-নজরুল ও আধুনিক অনেক গান খুব মধুর সুরে শুনিয়ে মানুষকে করতে পারেন পাগল পারা। তার সুরের যাদুতে বৃষ্টিমাখা ঢাকা যেন মেখে নিলো সুরের ভূবন। আমরা মহুয়া দাশের কল্যাণ কামনা করি। চিকিৎসক স্বামীর সঙ্গে তিনি বর্তমানে কলকাতাতে বসবাস করছেন।