Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


কোন মহামারিতে মারা গেছে কত মানুষ?

মহামারির ইতিহাস কোনো সংক্রামক রোগ যখন বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে খুব দ্রুত সংক্রমিত হয়ে পড়ে; তখন তাকে বলা হয় মহামারি। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য মহামারির ঘটনা ঘটেছে এবং এসব মহামারিতে মৃত্যু হয়েছে কোটি কোটি মানুষের। নানা কারণে যখন এটি ছড়িয়ে যায় বিশ্বের বিভিন্ন প্রান্তে। তখন একে বলা হয় বিশ্বমারি। তো বন্ধুরা আজ আমরা পৃথিবীতে ঘটে যাওয়া সেইসব মহামারির ইতিহাস জানব। আর কোন দেশে কখন কত মানুষ মারা গেছে। বেঁচে ছিল-ই বা কত মানুষ? বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন।