Watch The Best Educational TV Live Programs & News Update Today

info@newbangla.tv


করোনা জয়ী রোগীর অভিজ্ঞতা

বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ছে। আবার অনেকে সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এই সেরে সেরে ওঠার অভিজ্ঞতা একেক জনের একেক রকম। এটা নির্ভর করে আক্রান্ত ব্যক্তির লক্ষণের মাত্রা, বয়স, আক্রান্ত হওয়ার আগে স্বাস্থ্যের অবস্থা ইত্যাদির ওপর। কারও কারও ক্ষেত্রে সেরা ওঠা মানে পুরোপুরি করোনার বিদায়, কারও কারও ক্ষেত্রে স্থায়ীভাবে ফুসফুসের ক্ষতি।