করোনায় সরকার ভুল পথে হাটছে – ডা. জাফরুল্লাহ চৌধুরী
ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ ঘোষণার ক্ষেত্রে জাফরুল্লাহ চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার তারই প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র প্রাণঘাতী করোনাভাইরাসের কিট উদ্ভাবন করেছে। এই কিট উৎপাদনে সরকারের অনুমোদন পেয়েছে কী না, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ব্যবস্থা গ্রহণসহ নানা বিষয়ে নিউবাংলা টিভির সঙ্গে কথা বলেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।