কবি হয়ে ওঠার গল্প – এনামূল হক পলাশ
এনামূল হক পলাশের কবি হয়ে ওঠার গল্পঃ
কবি এনামূল হক পলাশ মূলত কবি। ১৯৭৭ সালের ২৬ জুন তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার জিরাম নামক গ্রামে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার কবিতায় কেন সহজিয়া ভাব ও সাম্যবাদের চিন্তা প্রধান হয়ে ওঠে? তিনি বলেন, সারাজীবন ধরে আমি এই সহজ ও সরলভাবের জন্য সাধনা করেছি। ভাটি পুত্রের কাছে তার কবিতা ও সহজ সরল জীবন যাপনের নানা ধরনের প্রশ্নের পাশপাশি সামাজিক, রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সাবলিল উত্তর দিয়েছেন। পুরো ভিডিওটি দেখলে তার উত্তর পাবেন।
অন্তরাশ্রম নামে একটি প্রতিষ্ঠানের আচার্য। ছোটদের জন্য লিখেছেন ভালো মানের কিছু ছড়া। এছাড়া এখন অনুবাদ করছেন প্রাচীন আরবী ভাষার কবিতা।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘অস্তিত্বের জন্য যুদ্ধ চাই’, ‘জীবন এক মায়াবী ভ্রমণ’, ‘অন্ধ সময়ের ডানা’, ‘অন্তরাশ্রম’, ‘মেঘের সন্ন্যাস’, ‘পাপের শহরে’, ‘জল ও হিজল’, তামাশা বাতাসে পৃথিবী’সহ ছড়ার কিছু বই প্রকাশিত হয়েছে। বর্তমানে নেত্রকোনা সদরে সহকারি ভূমি কর্মকর্তা হিশেবে কর্মরত আছেন। এবং ভূমি ব্যবস্থপনার উপরও লিখেছেন দারুণ সহায়ক একটি বই।