কেমন আছেন আমেরিকায় প্রাবাসীরা
করোনার ভয়াল থাবায় গোটা বিশ্ব বিপর্যস্ত। আর সেই থাবায় আমেরিকা হয়েছে সবচেয়ে বেশি আক্রান্ত। অল্প কদিনেই ছাড়িয়ে যায় লাখের বেশি প্রাণ। যেখানে মুক্ত নেই বাঙালি প্রবাসীরাও। সেখানে কেমন আছেন প্রবাসীরা তাই নিয়েই আমাদের অজকের আয়োজন। আলোচনায় আছেন সাংবাদিক মাহফুজ আদনান।